Saptannoyi Crest

Saptannoyi Crest

Sunday, 22 July 2018

একটি ঘোষণা - An Announcement

*****একটি ঘোষণা*****
সপ্তান্বয়ী পত্রিকার সম্পাদকমন্ডলীর পক্ষ থেকে সকলকে জানাই যে সপ্তান্বয়ী পত্রিকার পঞ্চম বর্ষের প্রথম সংখ্যাটি (পঞ্চম ক্রমপুঞ্জিত সংখ্যা) প্রকাশিত হতে চলেছে ২০১৮ সনের নভেম্বর মাসে, পত্রিকাটি ২০১৯ সনের আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও লভ্য হবে | এই উপলক্ষে আমরা কার্যপ্রণালীর সূচনা করছি আর আপনাদের লেখা বা অঙ্কন গ্রহণ করা শুরু করেছি নিন্মলিখিত বিভাগগুলি তে :
১) বাংলা কবিতা (অনধিক ৩২ লাইন)
২) বাংলা ছোটগল্প/প্রবন্ধ/নিবন্ধ (অনধিক ৩৫০০ শব্দ)
৩) ইংরাজি ছোটগল্প/প্রবন্ধ (...অনধিক ৩৫০০ শব্দ)
৪) ইংরাজি কবিতা (অনধিক ২৪ লাইন)
৫) অঙ্কন (নূন্যতম ২০০ পিপিআই স্ক্যান)

তবে এবারে লেখা নেবার সময় তিনটি বিষয়ের ওপর লিখিত প্রবন্ধ প্রাধান্য পাবে : "অ্যান্টি পোয়েট্রি", "ভার্চুয়াল জগত ও সাহিত্যধারা" এবং "নাস্তিক্যবাদ"। লেখা বা অঙ্কন পাঠাতে পারেন আমাদের ই-মেলে: saptannoyi@gmail.com
বা ডাকযোগে পাঠাতে পারবেন : “Saptannoyi”, C/o. Mrs. Manika Datta, Suchir Residency, Flat No. “3 – E”, 1/1 Shyamasree Pally Main Road, Nona Chandanpukur, Barrackpore, Kolkata – 700122
কোনো প্রকার সহায়তার জন্য সরাসরি কথা বলুন: +৯১ ৯০৭৩২ ৭৩৬৬০
আমরা অবদানকারী লেখক ও শিল্পীদের নিকট সৌজন্যমূলক কপি ডাকযোগে শীঘ্রই পাঠিয়ে থাকি ।
আপনার লেখা/অঙ্কন পাঠানোর শেষ তারিখ: ১৮ই সেপ্টেম্বর, ২০১৮ (সাময়িকভাবে নির্ধারিত)
****** AN ANNOUNCEMENT******
This is to notify that Saptannoyi magazine's 1st issue of 5th volume (5th cumulative issue) will be published in November 2018 and it shall also be available at the International Kolkata Book Fair 2019. We are currently accepting submissions. Our production is underway and we welcome enthusiasts to send their work(s) among these categories:
1. Bengali Poem (Maximum 32 Lines)
2. Bengali Short Story (Not More Than 3500 Estimated Words)
3. English Prose/Article/Story (Not More Than 3500 Estimated Words)
4. English Poem (Maximum 24 Lines)
5. Drawings/Sketches (Minimum 200 DPI Scan)
It is to be noted that articles on three topics viz. "Anti-Poetry", "Virtual World and Literary Stream" and "Atheism" shall be given greater priority for selection.
All the submissions must be sent to : saptannoyi@gmail.com
You can also mail us by post: “Saptannoyi”, C/o. Mrs. Manika Datta, Suchir Residency, Flat No. “3 – E”, 1/1 Shyamasree Pally Main Road, Nona Chandanpukur, Barrackpore, Kolkata – 700122
Last date of submission (Tentatively): 18th September, 2018
For any sort of assistance, call: +91 9073273660
We acknowledge our contributing authors and send them complimentary copies.
Cheers,
The Saptannoyi Editorial Board.

Saturday, 15 April 2017

প্রশান্ত সরকারের কলমে

ব-দ্বীপীয়
 প্রশান্ত সরকার
--------------------­­-----------------
মৃত্যু না মনস্তাপ, কোন শব্দে বেজে ওঠে বুক? আসলে আমিও সেই আরব্ধ নাবিক, দিশাহীন... তবু বাঁচার অবকাশ থেকে জন্ম নেয় স্বজনের দ্বীপ। চেতনারা অনুক্রমী হলে ঘন হয়ে আসে স্বভাবের পাড়া। নষ্ট হয়ে যাওয়া ততটা সহজ নয়, যতটা কম্পাস - এখন দিক নির্ণয়ের সময়, কোনদিকে জেগে আছে পাখি কিংবা বলতে পারো এখনও ফুলেরা লেলিহান।
#
যতদূর তাকাবে, ততদূরই শূন্যতা আমাদের। একটা ব্ল্যাকহোল থেকে যে দীর্ঘশ্বাস জন্ম নিতে পারে তার কোনও নামান্তর নেই। যতদূর ভেবে নিতে পারো ততদূরই পৌঁছে দেবে ঘুড়ি। যখন আকাশ ছাড়া আমরা কেউই ততটা উদার নই, যতটা উদার হলে একটা সূর্য জন্ম দেওয়া যায়...