জাহিরুল হাসান সম্পাদিত "ইয়ারবুক বার্তা" বর্ষ ১১ সংখ্যা ১ (এপ্রিল ২০১৫) -এ সপ্তান্বয়ী পত্রিকার উল্লেখ রয়েছে | বাংলা লিটল ম্যাগাজিনের পটভূমিতে এটি একটি অনন্য প্রকাশনা | একবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যের এক সমান্তরাল পরিপ্রেক্ষিত সৃষ্টিতে জাহিরুল হাসানের অবদান অনস্বীকার্য | "ইয়ারবুক বার্তা" -র পৃষ্ঠায় সপ্তান্বয়ীর নাম মুদ্রিত দেখে আমরা নন্দিত |
No comments:
Post a Comment