সপ্তান্বয়ী একটি দীর্ঘজীবী প্রয়াস হিসেবে নিজের নাম ছড়াতে চায় পশ্চিমবঙ্গের সকল কোণে | দ্বিভাষিক সাহিত্য পত্রিকা হিসেবে এখনো অবধি সে কুড়িয়ে নিয়েছে বিদ্বজ্জনের প্রশংসা, শুভেচ্ছা এবং আন্তরিক ভালবাসা | প্রথম দুই সংখ্যার পর এবার তৃতীয়ের ভূমিষ্ঠ হবার দিনক্ষণ আসন্ন | ধীরে ধীরে নিজের চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্যকে জনসমক্ষে উত্তোলিত করে উন্নত সাহিত্যমানের লেখাই প্রকাশ করা তার মূল লক্ষ্য | সাথে রইছে বিভিন্ন শিল্পীদের অঙ্কন যা ভূয়সী প্রশংসার এক অনন্য দাবি রাখে | ২০১৫... সনের জুলাই মাসের শেষে তার মূল অভিলক্ষ্য পরবর্তী অর্থাৎ তৃতীয় সংখ্যাটিকে বিভিন্নরূপে সাজিয়ে এক সতেজ পসরা সকলের সম্মুখে উপস্থাপন করা | পরবর্তী মাসগুলিতে সপ্তান্বয়ীর সম্পাদকমন্ডলী নিরবিচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাবে এবং ডিসেম্বরের শেষে প্রূফ রিডিং প্রত্যাশিতভাবে সম্পন্ন করবে | সকল কর্মের শেষে প্রাপ্য ফল | সপ্তান্বয়ীর সার্থকতা লেখক ও পাঠককুলের ভালোলাগা, মন্দলাগা, মন্তব্য, মতামত ও সচেতন অবদানগুলির সমষ্টি করেই | ভবিষ্যতে সপ্তান্বয়ীর বহুমুখী অনেক পরিকল্পনা রয়েছে | সেইগুলি সার্থকতার মহিমায় রঞ্জিত করতে প্রত্যেক পদক্ষেপে সকলের উদ্দীপনা অপরিহার্য | এই প্রসঙ্গে উল্লেক্ষ্য যে সপ্তান্বয়ীর পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিকট আধুনিক বাংলা সাহিত্যের বিস্তার, কবি ও গুণীজনদের বিশেষ পুরষ্কারে সম্মানিত করা, লেখক ও শিল্পীদের অভিনন্দনসূচক কপির সাথে কাস্টমমেড কি-চেন বা কলম প্রেরণ করা, টি-শার্ট ছাপানো ইত্যাদি | তাই আজকে সকলের সাথে আপন পরিসীমার প্রস্তার করার প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ |
No comments:
Post a Comment