Saptannoyi Crest

Saptannoyi Crest

Wednesday 2 September 2015

সাহিত্যচর্চা ও নতুন সম্ভাবনা

কোনো এক বৃষ্টিভেজা সেপ্টেম্বরের বিকেলে উন্নত মানের সাহিত্যপাঠের অনুভূতি অকৃত্তিম ও অনাবিল আনন্দপ্রদায়ক | পূর্বে সাহিত্যচর্চার আসরের সঙ্গী হওয়াটা কোন দুষ্কর কর্ম ছিল না | ৭০ ও ৮০ এর দশকেও বাঙালি ঘরে ঘরে সাহিত্যচর্চার আসর বসত | তা কবিতা বা উপন্যাস বা ছোটগল্প বা নাটক-নাটিকা পাঠ ও বিশ্লেষণ | তবে বর্তমানে কোন সাহিত্যের আসর মিললেও পাঠকের গুণমানের অবনতি লক্ষনীয় | এছাড়াও বর্তমানে থিয়েটার ইত্যাদিতে মননশীল দর্শকের দেখা মেলা অপেক্ষাকৃত কঠিন | ২০১০-১২ এর মধ্যে একটা সাহিত্য-শিল্পকলার প্রতি আগ্রহ ও সৃজনশীল প্রবণতা আপাতভাবে এসেছিল তবে তা অনেকটাই স্থিমিত হয়ে গিয়েছে | আজ আবার প্রয়োজন সেই চালিকা শক্তি, সেই প্রেরণা, সেই উদ্দীপনা যা বাংলা সাহিতত্যক্ষেত্রে নতুন বীজ বপন করবে | সেই চালিকা শক্তির জাগরণ কোনো সহজ কর্ম হিসেবে পরিলক্ষিত হয় না | তাই সাহিত্যপ্রেমীদের নিকট এক প্রকাশ্য আহ্বান নিজেদের সৃষ্টির ক্ষমতাকে কার্যকরী করে তোলার |   

No comments:

Post a Comment