Saptannoyi Crest

Saptannoyi Crest

Saturday, 15 April 2017

মৌসুমী বেরার একটি কবিতা

গুদামবাগান , পড়শি গলি , নুন মেখে চুন খসা দেড় হাজারি ঘরে আত্মনির্বাসনে আছি ।মৌসুমী বেরা


গুদামবাগান , পড়শি গলি , নুন মেখে চুন খসা দেড় হাজারি ঘরে আত্মনির্বাসনে আছি ।
তবু দেখি ভর দুপুরে ঘুলঘুলি চুঁইয়ে পড়তে থাকে পেষাই করা নরম মাটিতে তোমার পায়ের শব্দ ।
রোজ রাতে যখন নক্ষত্রদের গ্রাস করে একরাশ মুগ্ধতা চামচিকারা ছুটে আসে ঘুলঘুলি ভেঙে ,
বুঝি বা লক্ষ্যভেদী নিষাদের ভয়ে ... চরকি কাটে , আমার কুঁকড়ে ওঠে শরীর ।
আর ওপরের দেওয়াল টা অভিসম্পাত টুকু ছুঁড়ে ফেলে পালাতে চায় কোনোরকম ,
উঠতে থাকে আরো ওপরে , সব মাধ্যাকর্ষণ ছাড়িয়ে স্পুটনিকের মত ।
সবজিলতারা গতিপথ পাল্টে ফেলে ওই একটাই মাত্র আলোর উৎস থেকে ঝাঁপ দেয় অন্ধকারে , হলুদ বিষাদে ।
মগজাস্ত্রে লেপ্টে থাকা ডোরাকাটা দুঃখগুলোকে শিকড় থেকে উপড়ে ফেলবে বলেই ।
রোজ রাতে জানো ..... রক্ত - বীর্যের গন্ধ আসে দেওয়াল বেয়ে গুলিয়ে ওঠে গা , কালশিটে পড়ে চিমনিতে ।
দেখি সমগ্র বিশ্বের গোপন আঁতাত চলে !
আমার বন্দিদশা ভাঙবে বলে নীরাজনে বসে ।
দেওয়ালে তোমরা ঘুলঘুলি আর রেখো না গো ....

1 comment:

  1. ভালো লাগল. . .ভীষণ প্রতীকী কবিতা. . .

    ReplyDelete