Saptannoyi Crest

Saptannoyi Crest

Saturday, 15 April 2017

শুভম চক্রবর্তীর একটি কবিতা

শরীর
শুভম চক্রবর্তী
--------------------­­-----------


***
উদার অছিলা তুমি সন্তানসম্ভব
নিদ্রায় ও জাগরণে ট্যাবু ভেঙে যায়
গোল করে নেচে ওঠে শরীরপরব

********************­­***********

***
সব শব্দ নিরীশ্বর আপাতগহীন
পূর্ণতার বাড়ি যাই ভিক্ষাভান্ড হাতে
আকুলিবিকুলি মেখে ফিরি মাঝরাতে

********************­­*************


***
এখন যা কিছু ভ্রান্ত স্পর্শসুখ ছাড়া
সেতুর বুনট ভাঙে প্রতিটি কামড়ে
দ্বাররক্ষীহীন থাকে শরীরপাহারা

********************­­*************


***
তোমাকে কি দেবো বলো স্তনের আভাস
ছোঁয়াছুঁয়ি করি আর শান্তি নষ্ট হয়
এখন স্বীকার করি প্রেমটেমহীন
গড়াগড়ি খায় রোদে শরীরপ্রণয়

  ********************­­************


*****
কী মোহিনী জান বধু প্রিয় ছলাকলা
ঘুমের ভিতর ঢুকে পাঞ্জ করো স্নায়ু
হে নদীমাতৃক দেহ,হে কামকুশলা

  ********************­­**********


****
অপার মাধুরী ছিল চন্দ্রকরোটিতে
তুমি এসে ভেঙে দিলে সবুজ ন্যাকামী
দুর্বল লিঙ্গটি কাঁপে চন্দ্রাহত শীতে

  ********************­­***********


****
বাইট সমাপ্ত হলে,কবিতার গালে,
চুমু খাই,কাছে ডাকি,স্নেহ করি খুব
রাত্রিতে শরীর সত্য ; কবিতা সকালে


***
তোমাকে আঁকবো সোনা সে ক্ষমতা নেই
কলম ও কল্পনার দৌড় বড় কম
অপরাবাস্তব বড় শরীর-শরীর
সেখানেই আঁকা থাকে ছায়ার নিয়ম


****
ভোরের শীতল বাঁকে শরীর গড়ায়
ওগো মোহনিয়া এসো রক্ত-মাংস-হাড়ে
ভৈরব রাগের আঁচে শরীর পোড়াই

১০
****
দৃশ্যের ভিতর দিয়ে দেখেছি তোমাকে
যে দেখা অলীক আর যে দেখা জটিল
সে দেখার গলাদেহ পথে পড়ে থাকে

No comments:

Post a Comment